শোয়েবকে নিয়ে রমিজ রাজা, ‘ওকে আগে গ্র্যাজুয়েট ডিগ্রি তো পেতে হবে’
পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে কেউ একজন কিছু একটা বলেছেন, সেটার পাল্টা দিয়েছেন পাকিস্তানের আরেক সাবেক – এ নাটক তো নতুন কিছু নয়। এর নতুন সংস্করণে এবার মুখোমুখি পুরোনো দুই ‘কুশীলব’ শোয়েব আখতার আর রমিজ রাজা। কদিন আগে এক সাক্ষাৎকারে বাবর আজমের যোগাযোগ দক্ষতা ও…